কিভাবে একটি ভাল মানের সিভি তৈরি করতে হয় || How to create a good quality CV




 

ভালো জব পাবার প্রথম শর্তই হলো, আপনাকে ভালো একটা CV বানাতে হবে, যেন CV টা দেখেই যারা ইন্টার্ভিউ নিবে তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করাতে পারে। একটা ভালো জব এর জন্য CV টা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আপনাকে অবশ্যই CV বানানোর সময় খেয়াল রাখতে হবে, CV টা যেন অন্য সবার থেকে একটু আলাদা ফরমেট এর হয়। CV তে আপনার সব ইনফরমেশন গুলো অ্যাড করার চেষ্টা করবেন। যদি আপনি টিউশনিও করান, তবুও চেষ্টা করবেন এটা অভিজ্ঞতার মধ্যে ফেলতে। মনে রাখবেন আপনার যতো কাজ এর অভিজ্ঞতা থাকবে, আপনার মূল্য ততোই বাড়তে থাকবে। সেটা যে কোন টাইপ এর কাজ হতে পারে। আপনার জীবনের যতো অর্জন, যদি অনলাইন থেকে কোন কোর্সও করেন তবুও সার্টিফিকেট এ অ্যাড করে দিবেন। মোট কথা, আপনার জীবনের এমন কোন কিছু নেই যেটা আপনি বাদ রাখবেন। মনে রাখবেন, CV তে যতো সুন্দর করে আপনি নিজের স্কিলকে ফুটিয়ে তুলতে পারবেন, ততো তাড়াতাড়ি আপনি ভালো জব পাবেন আর জব এ সহজেই কোম্পানিকে আকৃষ্ট করতে পারবেন। আজকে আমি আপনাদের একটা সাইট সমন্ধে পরিচয় করিয়ে দিব। যে সাইটটা আমি নিজেই ব্যবহার করি, আমার নিজের CV বানানোর জন্য। ( https://app.zety.com/login ) আপনি এই সাইট এ অনেক অনেক ভালো ভালো CV বানানোর ফরমেট পাবেন। সেই সাথে বানাতেও পারবেন। গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, আমাজন, ইনটেল সহ আমাদের দেশ এর বড় বড় কোম্পানি গুলোতে এই টাইপ এর CV গুলো অনেক বেশী গ্রহণযোগ্য। তাই আপনারা দেরী না করে ওয়ার্ল্ড ক্লাস একটা CV এখনি বানিয়ে ফেলতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন CV টা যেন ১ পেইজ এর হয়, ২ পেইজ এর না হওয়াটাই বাঞ্ছনীয়। আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন, ইন্টারন্যাশনাল CV তে ছবি, কারো রেফারেন্স, জন্মতারিখ এই গুলো এড়িয়ে যেতে। সেই সাথে Resume তে বিভিন্ন Programming Skills রেটিং আকারে না দিয়ে Expert, Familiar, Advanced এইভাবে দিলে ভালো। Resume তে বিভিন্ন প্রজেক্ট এর সাথে GitHub লিংকও দেয়া উচিত। বিশেষত যদি, Mid-Range Software Company তে চাকরির জন্য আবেদন করা হয়। আশাকরি আপনারা উপরের লেখাটা ভালো ভাবে ফলো করলে একটা মান-সম্মত মানের CV বা Resume বানাতে পারবেন।

Post a Comment

0 Comments