আপনার অনলাইনে বই কেনার সামগ্রিক অভিজ্ঞতা কেমন?

 আপনার অনলাইনে বই কেনার সামগ্রিক অভিজ্ঞতা কেমন? 

একটু বিস্তারিত বলবেন কি? সাইট- অ্যামাজন(ডট ইন) ভালো দিক ইংরাজী বইয়ের বিশাল সম্ভার। সাহিত্য, নন-ফিকশন সব ধরণের বই এখানে কিনতে পাওয়া যায়। ইংরাজী ভাষায় লেখা টেক্সট বই-ও কিনতে পাওয়া যায়। আমি একাদশ-দ্বাদশের সব বই এখান থেকেই কিনেছিলাম। সে সমস্ত বই বহুসংখ্যক মানুষ কেনেন, তাদের এইখানে সবচেয়ে কম দামে পাওয়া যায়। এখানে বইয়ের দামের উপর বিশাল ছাড় দেয়। নূন্যতম ১০-১৫% ছাড় তো সবসময় পাওয়া যায়। কিছু কিছু বইয়ে ৪৫-৫০% ছাড় পাওয়া যায় যা কখনো আপনি বাজারে পাবেন না। কোনো বিশেষ উৎসবের সময় কিনলে আরও ছাড় পাওয়া যায়। আর নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করলে ৫-১০% অতিরিক্ত ছাড় পাওয়া যায়। এখানে অনেক বইয়ের পছন্দমতো ফরম্যাটে বই কেনা যায়। খুব সহজে পেপারব্যাক বা হার্ডব্যাক বইয়ে পরিবর্তিত করা যায়। অ্যামাজনের গ্রাহক পরিষেবা অদ্বিতীয়। শুধু ই-কমার্স সংস্থা হিসেবে বলছি না, সব ধরণের সব সংস্থা মিলিয়ে বলছি। আমি এদের কাছে কিনে কোনোদিন ঠকিনি। শুধু বই নয়, সব পণ্যের কথাই বলছি। এরা যদি কোনো খারাপ পণ্য পাঠায়, এদের নিয়ম আছে এরা বাড়ি থেকে ত্রুটিপূর্ণ পণ্যটি নিয়ে গিয়ে সম্পূর্ণ নতুন পণ্য দিয়ে যাবে। একেবারে বিনামূল্যে। আমার একবার একটি দোমড়ানো, মোচরানো বই এসেছিল, যা অ্যামাজন বিনামূল্যে পালটিয়ে দেয়। এদের প্যাকেজিং বেশ ভালো। ₹৪৯৯ এর উপর পণ্য কিনলে এরা কোনো ডেলিভারী চার্জ নেয়না। প্রাইম থাকলে তারও দরকার নেই। ₹৫০ দিয়ে বই কিনলেও এরা বিনামূল্যে বাড়িতে দিয়ে যাবে। কিন্ডল ই-বুকের কথা বলতেই হয়। অনেক বই কিন্ডল-স্টোরে কম ছাপা বইয়ের থেকে কম দামে কিনতে পাওয়া যায়। পুরনো বই হলে অস্বাভাবিক কম দামে কিনতে পাওয়া যায়। যেগুলো লিনাক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে অ্যাপ/সফটওয়্যার ব্যবহার করে পড়া যায়। এছাড়া এদের কিন্ডল ই-রীডার যন্ত্র তো আছেই। স্বত্ব-উত্তীর্ণ বিভিন্ন ক্লাসিক বই কিন্ডল স্টোরে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। দুর্লভ কিছু বই ব্যবহৃত কিনতে পাওয়া যায়। এরা বড় শহর আর জেলা এবং মফস্বল শহরের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। আগে যেসব বই আনতে একজন মানুষকে রাজ্যের অপর প্রান্ত থেকে কলকাতা আসতে হত, সেগুলো এখন ঘরে বসেই পাওয়া যায়। একজন শহরের ছাত্রের ব্যবহৃত পাঠ্যবই আর একজন গ্রামের ছাত্রের ব্যবহৃত পাঠ্যবইয়ের মধ্যে আর কোনো পার্থক্য নেই- এদের জন্যই। খারাপ দিক এখন সাম্প্রতিক কালে এদের প্যাকেজিং এর মান খারাপ হয়েছে। অন্তত বইয়ের ক্ষেত্রে। কোণা মুচড়ে যাওয়া, বেঁকে যাওয়া বই আমি ও আমার পরিচিত ২-৩ জন সাম্প্রতিক কালে পেয়েছেন। কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরোনো বই দেওয়া হয়েছে। ব্যবহৃত নয়, তাও পুরনো। এরা এগুলি সম্ভবত ফেরত নেয় না। এখানে বাংলা বইয়ের সম্ভার খুব কম, এবং দাম বাজারদরের থেকে বেশি। এখনো কিন্ডল-স্টোরে কোনো বাংলা বই কিনতে পাওয়া যায় না। যেসমস্ত বই খুব প্রচলিত নয়, যেমন বিশ্ববিদ্যালয় স্তরের বিদেশী লেখকের বই, সেগুলোর এখানে আগুন দাম। ভারতীয় টাকায় চার সংখ্যার নীচে কিছু নেই। এখানে কিছু ক্ষেত্রে দেখা যায় খুব দাম ওঠা-নামা করে বইয়ের। অর্থাৎ দেখা গেল আপনি একটা বই ₹৩৯৯ -এ কিনলেন। পরের দিন দেখলেন তার দাম ₹২২১ হয়ে গেছে। তখন পস্তানি হতে পারে। এখানে সবসময় নতুন সংস্করণের বই রাখা হয়। এতে আপনার যদি পুরোনো সংস্করণের বইয়ের প্রয়োজন হয়, আপনি কিছুতেই পাবেন না। পাঠ্যবইয়ের ক্ষেত্রে এটা খুব সমস্যা করে। এছাড়া মনে করুন কোনো একটা বই থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে, তখন সেই বইয়ের একটি চলচ্চিত্রের সঙ্গে গাঁটছাড়া বাঁধা সংস্করণ (film tie-in edition)টিই পাওয়া যাবে। পুরোনোটা কিছুতেই পাওয়া যাবে না। এটা আমার বিরক্তির উদ্রেক করে। যেমন গত সপ্তাহে আমি রুশদির Midnight's Children কিনেছি। আমি অ্যামাজনে চলচ্চিত্রের দৃশ্য-সম্বলিত সংস্করণটিই কিনতে বাধ্য হয়েছি কারণ বাইরে কিনলে অনেক দাম পড়বে। এটা আমার পছন্দ হয়নি— কিন্ডল ই-রীডার -এর দামটা অনেকটাই বেশি। সাইটঃ ফ্লিপকার্ট ভালো দিক এরা পুরনো সংস্করণ-ও রাখে। যতক্ষণ না বিক্রি হয়ে যাচ্ছে। বিভিন্ন বাংলা বই প্রকাশনা সংস্থা এখানে বই বিক্রি করেন। ভারতীয় সংস্থা বলে হয়তো বেশি বিশ্বাস করেন। কে জানে! যেমন- ধানসিড়ি আমার ও আমার পরিচিতদের একটা পছন্দের নতুন প্রকাশনা সংস্থা। এঁদের বই ফ্লিপকার্টে পাওয়া যায়। বাংলা বই-এর সম্ভার অপেক্ষাকৃত বেশি। খুব জনপ্রিয় বই এখানে কম দামে পাওয়া যায়। খারাপ দিক এখানেও বাংলা বইয়ের দাম অপেক্ষাকৃত বেশি। সম্ভারও ইংরাজী, হিন্দী বইয়ের তুলনায় খুব কম। এদের গ্রাহক পরিষেবা অ্যামাজনের মতো নয়। এদের কোনো ই-বুক রীডার নেই। বড় বড় উৎসবের সময় যেসব সেল দেওয়া হয়, তখন বইয়ের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়না। সাইটঃ বইচই ভালো দিক বাংলা বইয়ের প্রচুর সমাহার। সুদর্শন সাইট। তার উপর শুধু বইয়ের জন্যই। পরিচিত পরিচিত প্রকাশনা সংস্থাগুলি থেকে প্রকাশিত সমস্ত বই প্রায় পাওয়া যায়। ২৪-৪৮ ঘন্টার মধ্যে সারা ভারতে নিশ্চিত ডেলিভারি দেয়। অনেক প্রবাসী বাঙালির কাছে এটা বই কেনার একটা নির্ভরযোগ্য মাধ্যম। খারাপ দিক বিনামূল্য ডেলিভারী বলে কিছু নেই। আপনাকে পকেট থেকে গুণতে হবে। ছাড় কী বস্তু, এই সাইটে গেলে ভুলে যেতে হবে। ছাড়ের কথা লেখা থাকে অনেক, তাও! বাংলা বই কেনার একটা সর্বাঙ্গীন বই কেনার সাইট হতে গেলে বইয়ের যত সংগ্রহ থাকা উচিৎ তার কাছাকাছিও এঁদের নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে এই তিনটে সাইটের কথা বললাম এবার আপনারা আপনাদের মতামত জানান। আশা করি সাহায্য করতে পারলাম।



Post a Comment

0 Comments