"মেঘের পাহাড়ে আমার গল্প গুলি " [পর্ব:২]

 "মেঘের পাহাড়ে আমার গল্প গুলি "



পর্ব:২
আরে নেহা!
দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যেমন ছিল ঠিকঠাক তেমনি উদ্যমী এক তরুণী।
কিরে তুইতো দেখি বড্ড ফাজিল! নিচে থেকে ডাকছিলাম তুকে...
কোন সাড়া দিলিনা যে?
কি অবাক কাণ্ড! নেহা গায়ে পড়ে যাচ্ছে নেহার বর সাথে দেখদেখি মেয়েলী ভাব টা এখনো যায় নাই। আমি হত বুদ্ধি সব হারিয়ে ফেল্লাম দেখি!
ইয়ে............ নেহা কেমন আছিস? বলতে না বলতেই বলে উঠলো আগে আমার উত্তরদে?
হয়তো খেয়াল করিনি বয়স হয়েছে তো তাই আরকি হা হা হা,
তাই নাহ্!
দুই গালে দিবো কসে চর বুঝলি?
ইয়ে মানে আচ্ছা হা হা হা
আগে চল কোথাও বসি নাকি দাঁড়িয়ে ঝগড়া করবি?
প্রকৃতির কি লীলাময় রুপ কখনো ভাবিনি নেহার সাথে আবার দেখা হবে সেই বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্তায় শেষ দেখা হয়েছিল।
নেহা পরিচয় বলতে গেলে ও আমার প্রথম বন্ধু আমার এখনো মনে আছে বিশ্ববিদ্যালয়ে ওর আর আমার আইডি ছিল পাশা পাশি মজার বিষয় হলো প্রথম দিন ভূল বশত আমি ওর আইডিতে প্রেজেন দিয়ে দেই তাদেখে সব বন্ধুরা হাসাহাসি শুরু করে হা হা হা......
কিরে মাহিম তুই চুপচাপ কেন? আমার সাথে দেখা হয়ে কি মন খারাপ হয়ে গেল নাকি আবার?
বড্ড পণ্ডিত হয়েছিস দেখছি!
আচ্ছা সৃষ্টি কোথায় ও আসে নাই?
মনটা কেন জানি খারাপ হয়ে গেল....
আচ্ছা চল ছাদে যাই লঞ্চ জার্নিতে ছাদে না গেলে জার্নিটাই বৃথা কি বলিস? হা হা হা।
ও তোকে তো পরিচয় করা হয়নি ও হচ্ছে ফয়েজ।
ওহে ভাইয়া দুঃখিত পরিচয় হয়নি আমি মাহিম।
আচ্ছা তুই ঐযে গেলি তৃতীয় বর্ষে তোর কোন খুজ পাইনি কি ব্যাপার বলতো?
আচ্ছা বাবা সব বলব আগে বল তোর কি খবর?
আছি ভাল খারাপ দুটো মিলিয়ে কোন টা শুনবি আগে?
আচ্ছা বল সৃষ্টি কেমন আছে?
এই........চানাচুর...... ভাই দিমু নাকি গরম গরম চানাচুর?
নেহা খাবি?
হুম মৃদু হাসি...............
নেহার হসিতে গালে একটা টুল পরে মজা করে বলতাম তুই কেমন করে হাসিস? এতো সুন্দর টুল পরে কেমন করে হা. হা.হা।
আচ্ছা মাহিম তুই কিন্তু অনেক চেন্জ হয়ে গেছিস!
আরে পাগলী মানুষ কি সব সময় এক থাকে তবে তোর কোন পরিবর্তন আসে নাই।
প্রকৃতি যেমন নতুন রুপে সাজে মানুষের মাঝেও ঠিকতেমনি হয়।
ও আচ্ছে তুই কোথাই যাচ্ছিস?
একটু চাঁদপুর যাব যায়েদের বাড়িতে।
ও যায়েদ কেমন আছেরে?
হুম ভাল।
যায়েদ কিন্তু বেশ কিউট ছিলরে তাই নাহ্!
হুম।
ও যায়েদের কি এখনো জীনের আছর আছে? হা হা হা
আর বিলিস নাহ বেচেরার জীবনেটা শেষ হয়ে গেল।
কেন?
বিয়ে করে ছিল এই জীনের ব্যাপার নিয়ে ১ম বউটা চলে গেছে। এখন আবার বিয়ে করাবে আন্টি তাই চাঁদপুর যাওয়া হচ্ছে।
আহ্হারে বেচেরার কি অবস্তা,
গত বছর তো মেরেই ফেলত জীনে ছুটিতে বাড়ী গেছিল রাত ২ টার দিকে তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে বাইরে যেতেই ধরে বসছে তারপর পুকুরে যাপাযাপি শুনে মসজিদে মুয়াজ্জিন উঠে টানাটানি করে তুলে।
যায়েদকে ভালো কবিরাজ বা হুজুর দেখালেই পারে,
দেখাইছিল মাঝে এক বছর ভালই ছিল তবে ঔ মুয়াজ্জিন হুজুর অনেক কামিয়াব লোক ওনি আগে জানতো নাহ্ এখন ওনি চিকিৎসা করতেছে।
এখন কি অবস্তা?
এখন ভাল তাই আন্টি বিয়ে সাদির ব্যাবস্তা করতেছে হা হা হা,
ইহ্ বড্ড রোদ পড়েছে চল নিচে চলে যায়?
নাকি থাকবি উপরেই?
নাহ্ চল চল আমিও তাই বলতাম এইনে একটা চিমটি কাটলাম হা.হা.হা।
হঠাৎ আবার সৃষ্টির কথা মনে পরে গেল এই চিমটি কাটা নেহা ও সৃষ্টি দুই জনকে আমি শিখিয়েছিলাম এক দিন সৃষ্টিকে নিয়ে তার ছোট মামার বাসায় গিয়ে ছিলাম বাসাটায় এক বার যাওয়া হয়েছিল তাই সঠিক মনে পড়ছে না, তাও আবার রাতের আপছা আপছা আলোয় ঢাকার আলি গলি চেনা অসম্ভব হয়তো বউ বাজার এলাকার আশেপাশে।
ধানমন্ডি ৩২ থেকে আসছিলাম রিকশাচালক টাও নতুন আসছে ঢাকায়
মিয়াঁ ভাই আই কইলাম ঢাহা চিনিহ্ নাহ্। তয় ভাড়াঢা একটু ভারাইয়া দেইনযে মিয়াঁ ভাই মেজো মাইয়াডার কেন্সার তাই কাম কাজ না পাইয়া ঢাহা আইছি।
আচ্ছা ঠিক আছে যাও যাও তুমি......
এটা বলতেই সৃষ্টি এমন কশে এক চিমটি কাটলো আও আও ছাড় বলছি.....
মিয়াঁ ভাই কি রিস্কার হুডে বারি খাইলাইন নাকি?
না না তেমন কিছু নাহ্তো তুমি যাও।
সৃষ্টির এমন আচারনে ঠিকঠাক বুঝার বাকি রইলনা আমারও ভাড়া টা বেশি দিতে রাজি হওয়ায় এমনটা করেছে হা.হা.হা।
কিপটেমিটা তার ছোট কাল থেকেই।
মাহিম কিরে কিছু চিন্তা করছিস নাকি?
হুম ওহ্ না।
আরে দেখ দেখ মাঝিদের মাছ ধরার দৃশ্যটা চমৎকার নাহ্?
হুম নেহা আমার কাজের ছেলেটা রিং করেছে কথা বলে আসি....
হুম যা,
ভাইজান খালা আইছে কইলাম ভাইজান চাঁদপুর গেছে মেলা ক্ষন দইরা বুঝাইতাছি খালা কিছুই হুতাছে নাহ্।
দে মাকে ফোনটা দে।
খালাম্মা ভাইজান কথা কইব নেন?
ওকে বল এক্ষনি বাসায় আসতে আমি কথা বলব না।
ঐযে হুনসুইন ভাইজান বলেই খিলখিল করে হেসে দিল,
সারামজাদা এখনো হাসতাছে.....
মাকে বুঝিয়ে বল কাল সকাল সকাল চলে আসব কেমন?
আইচ্ছা ভাইজান......
কি সমস্যা নাকি মাহিম?
নাহ্ তেমন কিছুনা মা আসছে বাসায় তাই রাগারাগি করছে।
কেন সৃষ্টি কোথায়?
কিরে চুপ কেন? সৃষ্টিকে বল মার সাথে গল্প করতে?
"একাকীত্বের নির্জনে । অজানা গোপনে । উজান ঠেউয়ে ভাসি আমি উজান গাঙের তীরে । দমকা হাওয়ার উড়ি আমি প্রলয় ঘটা ঝড়ে । একা ভাসি একা উড়ি একাকীত্বের নির্জনে । "
কবিতা টা কেমন নেহা?
বাহ্ কবিতা আবৃতি তুই এখনো ভূলিসনি চমৎকার, মাহিম আমি কিন্তু কিছুই বুঝলাম নাহ্?
আচ্ছা বাবা সব বুঝাব আগে চল নিচে যাই লঞ্চে ইলিশ আর ভুনা খিচুড়ি অসাধারণ খাবি নাকি?
না ভাল লাগছে নাহ্
আরে চল না? খেতে খেতেই না হয় বাকি গল্প করলাম।
হুম চল,
চলবে.........
"৩য় পর্বের জন্য সাথেই থাকেন"
লেখক: মো: আব্দুল্লাহ আল জুম্মান।
অনেক অনেক শুভকামনা রইল। ভূল - ত্রুটি গুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।





Post a Comment

0 Comments